× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে পুলিশের মহড়া

এম. এইচ রুবেল, ঝিনাইদহ

১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। নির্বাচন-পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া ও মাঠপর্যায়ের তৎপরতা শুরু হয়েছে।

জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমপূর্ণ এলাকা এবং সম্ভাব্য সংঘর্ষপ্রবণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশের এই প্রস্তুতির ফলে ঝিনাইদহে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.