ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। নির্বাচন-পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া ও মাঠপর্যায়ের তৎপরতা শুরু হয়েছে।
জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমপূর্ণ এলাকা এবং সম্ভাব্য সংঘর্ষপ্রবণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেভাগেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশের এই প্রস্তুতির ফলে ঝিনাইদহে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।