গত ১১ই জানুয়ারী দৈনিক সংবাদ সারাবেলা অনলাইন ও সংবাদ সারাবেলা পত্রিকায় ''নোয়াখালীতে একই পরিবারের ৪ প্রতিবন্ধী সন্তানদের নিয়ে অসহায় এক বিধবা নারী'' শিরোনামে সংবাদ প্রকাশের পর গতকাল ১৪ জানুয়ারী সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ও সমাজ সেবা কর্মকর্তা নুরুন নবী উপজেলার চরবাটা ইউনিয়নে বিধবা নারীর ৪ প্রতিবন্ধী সন্তানের বাড়ীতে ছুটে যান। এসময় তিনি সরকারী সহায়তায় কম্বল এবং প্রতিবন্ধীদের মা কে সরকারী বিধবা ভাতা চালু করা, সমাজ সেবা অফিস থেকে ঋণ নিতে চাইলে সহযোগিতা করা এবং এবং সু চিকিৎসা ও ব্যবসার জন্য সরকারী অনুদানের ব্যবস্থা করা আশ্বাস দেন।
উল্লেখ্য নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে ৪০ কিলোমিটার দূরে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একই পরিবারের ৪ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে এক বিধবা নারী মিনারা বেগম। তার স্বামী সামছুল হক ২০০২ সালে মৃত্যুবরন করেন। তার ৫ ছেলে মেয়ের মধ্যে ৪জনই জম্মের পর স্বাভাবিক জীবন যাপনের পর ৭ বছর পার হতেই ভাগ্যের নির্মম পরিহাসে রাশেদ, জামসেদ, আমজাদ ও শারমিন আক্তারের জ্বর, খিচুনি এসে শরীরের বিভিন্ন অঙ্গ বাঁকা হয়ে প্রতিবন্ধী হয়ে পড়ে। ৪ জনেরই শরীরের কোনো না কোনো অংশ অচল হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
পরিবারটির দাবি, অন্তত একটি টেকসই আয়ের উৎস ও উন্নত চিকিৎসার জন্য যেন সরকার ও বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেন।