বাগেরহাট দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। বুধবার (১৪ জানুয়ারি) রাতে পৌর এলাকার ভিআইপি মোড়ে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের হাতে তিনি এই শীতবস্ত্র তুলে দেন। সরদার লিয়াকত আলি ওই ওয়ার্ডের পরপর পাঁচবার নির্বাচিত পৌর কমিশনার ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক মোস্তফা শেখ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম মিঠু, বাবলু মোল্লা, তিতাস, সৈয়দ এনাম আহমেদ, মল্লিক কামরুল ইসলাম (কাম), জিল্লুর রহমান ডিয়ার, মিন্টু শেখ, এমডি মিরাজ চৌধুরি মিলুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রমিক নেতা সরদার লিয়াকত আলী বলেন, বিগত দিনেও সকল দুর্যোগ কালীন সময়ে পৌরবাসীদের পাশে রয়েছি। পৌরবাসী বিশেষ করে এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সেবা করেছি, তাদের সুখ দুঃখের সাথী হয়েছি। ব্যক্তিগত পক্ষ থেকে দীর্ঘদিন যাবত সহায়তা করে আসছি এবং আগামী দিনেও এই সেবা অব্যাহত থাকবে।