× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সিএনআরএস, নবপল্লব প্রকল্পের আয়োজনে  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। সভাপ্রধানের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, জলবায়ু অভিঘাতের ফলে রামপাল তথা সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক উদ্যোগ গ্রহন করতে হবে। বিশেষ করে আমাদের এ এলাকার জনগোষ্ঠীর জন্য পরিবেশ বান্ধব কর্মসূচি হাতে নিতে হবে। এর মধ্যে বনায়ন, কৃষি, মৎস্য, গবাদিপশু ও সম্ভবনাময় পোল্ট্রি ফার্মসহ কৃষিজ পণ্য উৎপাদন সহায়ক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। এ জন্য সরকারি বেসরকারি সকল সংস্থার সমন্বয় করে আমাদের এগুতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরণের সহযোগীতা করা হবে। যাতে আমাদের সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হয়।  

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব রামপাল এর সদস্য এম, এ সবুর রানা, নবপল্লব প্রকল্পের এফও শাহরিয়া জ্যোতি প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি-নোট পেপার উপস্থাপন করেন, নবপল্লব প্রকল্পের এনআরএন ফ্যাসেলিটেটর আমল বিশ্বাস। তিনি জানান, রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকার জনগোষ্ঠীদের সাথে নিয়ে বনায়ন, খাল খননসহ বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পরিবেশ প্রতিবেশ বজায় রাখা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.