রংপুরের বদরগঞ্জ পৌরশহরে প্রধান সড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যে রাস্তা পাড় হতে স্বাভাবিক সময়ে এক মিনিট লাগে, সেখানে এখন লাগছে ১৫ থেকে ২০ মিনিট। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে এমন দৃশ্য দেখা যায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হক সাহেবের মোড় পর্যন্ত। দ্রুত যানজট নিরেশনের দাবি জানান উপজেলাবাসী।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ পার্কিং, সড়কে দোকান বসানো, অটোরিকশা ও ভ্যানের এলোমেলো চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবেই এই জট লেগেই থাকে। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। জরুরি রোগী বহনে অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে।
চালকরা বলছেন, সড়কের দুই পাশে ব্যবসায়ীরা মালামাল রেখে দুপাশ দখল করে রেখেছেন। দু'পাশে অটো রিক্সা, ভ্যান রাখার কারণে অবস্থা ও সংকীর্ণতা যানজট বাড়িয়ে দিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা জানান, যানজট নিরসনে শিগগিরই অভিযান ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। তবে এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি।