রামপালে ভ্রাম্যমাণ আদালত এক চালকল ব্যাবসায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা ভাগা এলাকার মা অটোরাইস মিল মালিক গোপাল চন্দ্র পালকে এ জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে ভাগার মা অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেন। ওই সময় তিনি পাটজাত মোড়ক ব্যবহার না করায় রাইস মিল মালিক গোপাল চন্দ্র পালকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবাহার আইন ২০১০ অমান্য করায় তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা