× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ২০:১১ পিএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৬, ২০:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচির বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচি ও ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সম্ভাব্য সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী বেগম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হোছনা,লতিফুল নাহার সহ এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান বলেন, তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করতেই আমরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

সীমা স্বপন বলেন,জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.