× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুরে বিজিবি’র পৃথক অভিযান: বিপুল পরিমাণ ভায়াগ্রা ও গাঁজা উদ্ধার

মো. আব্দুল্লাহ আল মামুন।

১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫১ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করেছে। গত ১৫ জানুয়ারি এই অভিযানগুলো পরিচালিত হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক ১০টার দিকে নিমতলা বিওপি’র একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৫/৩-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অবস্থান নেয়। সেখানে মো. সাগর মিয়ার কলাবাগানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

​একই দিনে দুপুরে মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অন্য একটি অভিযান পরিচালিত হয়। হাবিলদার শ্রী ভবতোষ বিশ্বাসের নেতৃত্বে বিজিবি দল সীমান্ত পিলার ৬৩/২ এস হতে আনুমানিক ২৫০ গজ অভ্যন্তরে মেদিনীপুর দক্ষিণপাড়া মসজিদের সংলগ্ন রাস্তার পাশ থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করে। এই অভিযানেও কাউকে আটক করা যায়নি।

​বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৮ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.