চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কলাবাড়িয়া গ্রামের লোকমান প্রকাশ- গুরামিয়ার ছেলে মো: জামাল(৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ও মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর ধারণা, ১৪ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে ছোট দারোগাহাট স্কুলের পাশে অবস্থিত কাজির দিঘিতে অসাবধানতাবশত পড়ে যেতে পারেন তিনি। পরদিন ১৫ জানুয়ারি সকাল প্রায় ৮টার দিকে দিঘিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ গ্রহণ করেন এবং পরে দাফন সম্পন্ন করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, “এ বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি।”