× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অনশন ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নাটোরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সরকারি কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অনশন ও মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী স্কেল বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, নাটোর জেলা সভাপতি এস এম সেলিম পারভেজ এবং সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন। এ সময় তারা সরকারের প্রতি অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.