× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

১৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পৌর এলাকার চৌধুরী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি-এর দিকনির্দেশনায় জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হকের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে চৌধুরী ঘাট এলাকা থেকে মালিকবিহীন মোট ৬৮ টুকরা (৮৯.১১ ঘনফুট) অবৈধ সেগুনসহ অন্যান্য কাঠ জব্দ করা হয়।


জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা বলে জানা গেছে। এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল পরিবহন ও চোরাচালান রোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.