জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, যিনি শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে শফিকুল মাস্টার নামে সুপরিচিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে মহেশপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক শিক্ষাগত অবদানের ভিত্তিতে মো. শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
মো. শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর
উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম আব্দুল জব্বার ও নুরজাহান বেগমের পুত্র। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।
তিনি দীর্ঘ ১৬ বছর ধরে স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, তাঁর দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির ফলে শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
শিক্ষকতার পাশাপাশি মো. শফিকুল ইসলাম একজন গুণী কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি সমাজ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যা তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।
তাঁর এ সাফল্যে স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, শফিকুল মাস্টারের এই অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।