× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

আবু সায়েম শান্ত, গাইবান্ধা

১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন আলী (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বোনারপাড়া স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।


নিহত মহাসেন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে। 


বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই লুৎফর রহমান জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের পাশেই রেললাইন পার হতে গিয়ে মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


‎তিনি আরও জানান, স্বজনেরা জানিয়েছেন মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.