× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবিতা-গান আর মানবিকতায় মুখর ‘বিশ্বভরা প্রাণের’ আয়োজন

আরিফ খন্দকার কুষ্টিয়া

১৭ জানুয়ারি ২০২৬, ১৫:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ষষ্ঠতম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি কর্মসংস্থান সহায়তার অংশ হিসেবে একজন অসচ্ছল নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন নজু’র সৌজন্যে সাবিকুন নাহার সাফার হাতে এ সেলাই মেশিনটি প্রদান করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বিশ্বভরা প্রাণ শুধু গান-কবিতা কিংবা সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়; এই সংগঠনের মূল উদ্দেশ্য মানবিক সহায়তার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলা। বক্তারা আরও বলেন, কাউকে সাময়িক অর্থ সহায়তা নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই প্রকৃত সহায়তা। এই ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই আজ সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিনের মাধ্যমে সাবিকুন নাহার সাফা আত্মনির্ভরশীল হয়ে নিজের সংসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে সংগঠনের কবি ও শিল্পীরা কবিতা পাঠ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। গান, কবিতা ও আলোচনা শেষে হরেক রকম পিঠা ও চা পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।

দুই ঘণ্টাব্যাপী এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন নজু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কবি তুলিকা বিশ্বাস।

অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তি পরিবেশন করেন- আশরাফ উদ্দিন নজু, অ্যাডভোকেট সুভাষচন্দ্র রায়, কবি শেখ আক্তার, আবৃত্তি শিল্পী শিশিত কুমার বিশ্বাস, কবি তুলিকা বিশ্বাস, কবি সোহেলী পারভীন ঝুমুর, কবি ও আবৃত্তি শিল্পী এম. ডি. আসাদ, কবি উজিরউদ্দিন, কবি বিপ্লব মৈত্র, কবি দরবেশ হাপিজ, আবৃত্তি শিল্পী তিলোত্তমা বিশ্বাস, আবৃত্তি শিল্পী শ্রেয়সী রায়, সংগীত শিল্পী শ্যামলী কুরি, শ্রেয়সী কুরি, টিউলিপ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.