ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন (৬৫) শারীরিক অসুস্থতাজনিত কারণে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ সময় তিনি স্ত্রী, দুই সন্তানসহ আত্নীয় স্বজন, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার শেষ বেলায় শাহবাজপুরস্থ গ্রামের বাড়িতে মোঃ জসিম উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিলসহ তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মোঃ জসিম উদ্দিন এর মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন পিয়াস, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছুল আলম বাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, শাফিউল আলম কাজল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু প্রমুখ নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী একজন সৎ সাংবাদিককে হারিয়েছে উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর নিকট মোঃ জসিম উদ্দিনের জান্নাত কামনা করেন।