বাগেরহাট জেলা সদরের বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এস এম আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান রুবেল, ডাঃ জুয়েল, ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল ও গৌরপদ পাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, ষাটগম্বুজ টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, মাহফুজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া হাসিবুর রহমান, খান জাহানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মাসুদুর রহমান, রণবিজয় পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির কচুয়া সরকারি পিএস পাইলট স্কুলের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।