× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর প্রতিনিধি:

১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন ০৬ নম্বর ভাঙ্গাখা ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগ হাজীর বাড়ির রাকিবের বসতঘর থেকে মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন ওই এলাকার মিরিকপুর গ্রামের বাসিন্দা। তিনি ইসমাইল হোসেনের পুত্র এবং মনোয়ারা বেগমের সন্তান। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় এলজি পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.