সেনা হেফাজতে নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যোহরের নামাজ শেষে এসএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জীবননগর হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিলে নিহত ডাবলুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধু টুটুল, যুবদল নেতা আক্তার, জাহিদুল ইসলাম কাজল, শামসুজ্জামান ডাবলুর ছোট ভাই আব্দুল্লা আল মামুন, উজ্জল, সাইদুরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।