× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিতলমারিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংবাদ সারাবেলা

বাগেরহাটের চিতলমারিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বড় বাড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডা, এডভোকেট শেখ ফজলুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, বিএনপি নেতা মোজাফফর রহমান, সেলিম শেখ, মিলন মীর, মনির খান, দবির খান, পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, গুলশান থানা মহিলা দলনেত্রী শিরীনা আক্তারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আপনাদের সন্তানকে এলাকার স্বার্থে, এই মাটির স্বার্থে জয়যুক্ত করতে হবে। সুযোগ বারবার আসে না, এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আজ যা কিছু অর্জন করে নিয়ে এসেছি তা আপনাদের উপর সমর্পন করে যাচ্ছি।

যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তিনি চলে যাওয়াতে আমরা প্রচন্ডভাবে ব্যথিত হয়েছি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে গেলেও তিনি রেখে গেছেন তার যোগ্যতম উত্তরসূরী। যিনি বাংলাদেশে এসে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান কপিল কৃষ্ণ মন্ডল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.