নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি ও সেবনের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক কারবারি ও তিন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে কুখ্যাত মাদক কারবারি রাজু আহম্মেদ (৪৮) এবং তিন মাদক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হলেন— একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মাসুম মিয়া (৩০), উত্তর পুষনা মাস্টারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (২২) এবং গদা মাঝাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মুকুল হোসেন (৪৮)।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক কারবারি রাজু আহম্মেদের পকেট তল্লাশি করে ৯ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক কেনাবেচার সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।