আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকা নড়াইল ও লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে ব্যাপক গনসংযোগ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার কাশিপুর হাট-বাজারে এবং বিকালে লোহাগড়া উপজেলার কুন্দশী ও লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় গনসংযোগ করেন।
এসময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. ইমদাদ হোসেন মেম্বার, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্লা, পৌর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিরক মন্ডল, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী,তারেক জিয়া পরিষদ নড়াইল জেলার আহবায়ক মোঃ ইমরুল হাসান, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, লোহাগড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ ইসলাম, বর্তমান সভাপতি মো. আনিসুর রহমান আনিস, ছাত্র নেতা শরিফুল ইসলাম লায়ন, শিকদার সাজ্জাদ হোসেন, কাজী নাঈম হোসেন প্রমুখ।