× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নল‌ছি‌টি‌তে গণ‌ভোট বিষ‌য়ে ব‌্যবসা‌য়ি‌দের সা‌থে মত‌ বি‌নিময় সভা কর‌লেন ইউএনও

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

১৮ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

ব‌্যবসা‌য়িক সমস‌্যা, সম্ভাবনা, নী‌তি নির্ধারণ ও গণ‌ভোট বিষ‌য়ে নল‌ছি‌টির সকল ব‌্যবসা‌য়ি‌দের সা‌থে মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।শ‌নিবার (১৭ জানুয়া‌রি) রাত ৮ টায় উপ‌জেলার হা‌দি লঞ্চঘাট সংলগ্ন নবীমহল বাজারে এই সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।


উপ‌জেলার সকল ব‌্যবসা‌য়ি‌দের আ‌য়ে‌াজ‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা মো. জোবা‌য়ের হা‌বিব। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে ছি‌লেন নল‌ছি‌টি থানার ও‌সি (তদন্ত) মো. আশ্রাব আলী।


সভায় ব‌্যবসায়িগণ তা‌দের ব‌্যবসা প‌রিচালনা কর‌তে গি‌য়ে নানা‌বিধ যে সমস‌্যার সম্মু‌খীন হন তা প্রধান অ‌তি‌থি ও পৌর প্রশা‌স‌কের কা‌ছে উপস্থাপন ক‌রেন। 


প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আসন্ন সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সম্পূর্ণভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো প্রকার শক্তিপ্রয়োগ বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “ব‌্যবসা‌য়িরা সমাজের দর্পণ। আপনাদের গঠনমূলক পরামর্শ এবং সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আ‌মি পর্যায়ক্রমে পৌর বা‌জেট মোতা‌বেক আপনাদের সমস‌্যা সমাধা‌নে যথাসাধ‌্য চেষ্টা কর‌বো।  আপনারা নিজ নিজ অবস্থান থেকে জনগণকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করুন। ভোট হবে জনগণের ইচ্ছায়, যেখানে ভোটারই শেষ কথা।”


স‌র্বোপ‌রি তি‌নি গণ‌ভোট সম্প‌র্কে ব‌্যাপক আ‌লোচনা ক‌রেন, তি‌নি ব‌লেন আমরা বাংলা‌দে‌শে নতুন ক‌রে কোন ফ‌্যা‌সিজম কা‌য়েম হউক তা চাই না এবং একক কোন রাজ‌নৈ‌তিক দ‌লের কা‌ছে দে‌শের ক্ষমতা থাকুক তাও চাই না। তাহ‌লে দেশ‌কে স্বৈরাচার ও ফ‌্যা‌সিষ্ট মুক্ত কর‌তে হ‌লে সকল‌কে গণ‌ভো‌টে "হ‌্যা" জয়যুক্ত কর‌তে হ‌বে। উপ‌স্থিত ব‌্যবসা‌য়িগণ করতালীর মাধ‌্যমে "হ‌্যা" ভোট দি‌বেন ব‌লে সম্মতী জ্ঞ‌্যাপন ক‌রে‌ছেন।


সর্বশেষ সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়া ও নল‌ছি‌টির সূর্য সন্তান শ‌হীদ হা‌দির রু‌হের মাগ‌ফিরাত কামনায় বি‌শেষ দোয়া মোনাজাত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.