কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র সংযোগ মাস উপলক্ষে জনশক্তি সমাবেশ করা হয়েছে৷ রবিবার দুপুরে পৌর এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা শাখা শিবিরের উদ্যোগে এই সমাবেশ হয়েছে।
উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সারোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ।
বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক (ডাকসু) আব্দুল্লাহ আল মিনহাজ, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা শিবিরের সভাপতি হাসান আল মামুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, জেলা শিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমান জীবন, ইমরান হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ৷
সভায় ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহবান করেন বক্তারা। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির নির্মম হত্যার বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই সরকারের দায়িত্বের মধ্যে আসামি ধরে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়েছে৷ উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচনে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার কথাও বলেন৷ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় যুগ যুগ ধরে শিবির অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে বলে বক্তারা বলেন৷