× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ

ইমরান হোসেন, কিশোরগঞ্জ:

১৮ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত।

শনিবার ১৭জানুয়ারি ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা দুই প্রার্থী হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি বেলা ১২টার দিকে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঠের বাজার হইতে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া উপস্থিত থেকে ও তার পক্ষে মাওলানা আল-আমিনের অনুদানে ৫০০ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনের কথা উল্লেখ রয়েছে।

অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শনে গত শুক্রবার ১৬ জানুয়ারি বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের বিপরীত পার্শ্বের ভবনের দেয়ালে ও টেনিস গ্রাউন্ডের দেয়ালে এবং শহরের বিভিন্ন স্থানে বিদ্যুতের পিলারে পোস্টার সাটিয়েছেন যা উল্লিখিত কমিটির দৃষ্টিগোচর হয়।

উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে আগে প্রচার নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।’

এমন পরিস্থিতিতে কেন দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, এই মর্মে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, কিশোরগঞ্জ ২০ জানুয়ারি বেলা ১১টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য দুই প্রার্থীকে নির্দেশ দিয়েছেন। 

যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত কিশোরগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে মো. কাউছার আলম এসব কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে প্রতিবেদন তাঁর কার্যালয়ে পাঠানোর জন্য কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.