দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। টানা ৯ দিন ধরে এই তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আবহাওয়ার এই তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে। কখনও মাঝারি কখনো বা মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তাই শীত ও গরম দুটোই অনুভূত হচ্ছে।