× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি’র চ্যালেঞ্জ ৩ বিদ্রোহী, খোশ মেজাজে জামায়াত

মো. নুরুল ইসলাম, দেলদুয়ার (টাঙ্গাইল)

১৮ জানুয়ারি ২০২৬, ১৩:২৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৩৫ টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ভোটের হাওয়া নতুন নতুন নাটকীয়তায় মোড় নিচ্ছে। শুরু থেকেই প্রধান ২ দল বিএনপি ও জামায়াত মূল প্রতিদ্বন্দীতায় থাকলেও নতুন মাত্রা যোগ হচ্ছে জেপি, ইসলামী আন্দোলন, ও স্বতন্ত্র বিদ্রোহী ৩ প্রার্থীর উত্থানে। সম্প্রতি ইসলামী আন্দোলনের সাথে জোট বদ্ধ অনিশ্চিত হওয়ায় জামায়াতে কিছুটা ক্ষতির আভাস থাকলেও একক প্রার্থী হওয়ায় খোশ মেজাজে রয়েছে দলটি। অপর দিকে বিএনপি’র ৩ বিদ্রোহী প্রার্থী দীর্ঘদিন যাবত যারা গণসংযোগে এলাকায় সক্রিয় রয়েছেন শেষ মূহুর্তে তারা যদি তাদের সিদ্ধান্তে অটুট থাকেন তাহলে বিজয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপির প্রার্থী। 


টাঙ্গাইল- ৬ আসনটি নাগরপুর উপজেলার ১২টি এবং দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৬৮ হাজার ৭৬ জন। বিএনপির মনোনিত প্রার্থী রবিউল আওয়াল লাভলু। বিএনপির হাই কমান্ডে তার শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। কিন্তু ভোটের মাঠে তার তেমন পদচারনা না থাকায় সাধারণ জনতার মাঝে অতটা পরিচিত নন তিনি।

অপর দিকে বিদ্রোহী প্রার্থী তরুণ ছাত্রনেতা আতিকুর রহমান আতিক। যিনি এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি উভয় উপজেলায়ই সরব বিচরণ করে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। দলের একাংশ এবং নির্দলীয় ভোটের সিংহভাগ আতিকের দিকে ঝুকার সম্ভাবনা উজ্জল। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে ক্লিন ইমেজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত  করে রেখেছেন। অপর বিদ্রোহী প্রার্থী ঢাকা উত্তর জাসাস নেতা শরিফুল ইসলাম স্বপনও নিজেকে প্রার্থী হিসেবে আগাম গণসংযোগ চালিয়ে নির্বাচনী এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সে সুবাদে দল ও  সাধারণ ভোটারদের একটা বড় অংশষ তার দখলে রয়েছে। আরেক বিদ্রোহী প্রার্থী জুয়েল সরকার। বিএনপিতে তার উল্লেখযোগ্য তামন পদ না থাকলেও দলের দুর্দিনে নেতা কর্মীদের পাশে থেকে সৈরাচার বিরোধী কার্যক্রমে অংশ নিয়েছেন।

তরুন এ নেতা নানাবিদ সহযোগীতা দিয়ে নেতাকর্মীদের একাংশের মনে স্থান করে নিয়েছে। তাছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়ে ৫ আগস্টের পর থেকেই তিনি নিজেকে প্রার্থী হিসেবে প্রচারণা করে গণ সংযোগ চালিয়ে আসছেন। জনসাধারনের মাঝে উভয় উপজেলাতেই তার ভাবমূর্তী উজ্জল। এ ৩ জনপ্রীয় হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীর বেড়াজাল ভেঙে চুড়ান্ত বিজয় পক্ষে নেওয়া বিএনপির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাড়াবে। সম্প্রতি মাঠ জড়িপে এমটিই উঠে এসেছে। তীব্র প্রতিদ্বন্দ্বি জামায়াত সেদিক থেকে এ আসনে খোশ মেজাজে নির্বাচনী বৈতরনী পাড় করার প্রয়াস চালাচ্ছে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.