× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে আলোকবর্তিকার বিদায়: প্রধান শিক্ষক ফখরুল আলমকে সংবর্ধনা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

১৮ জানুয়ারি ২০২৬, ১৩:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ফখরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসি ইন্সট্রাক্টর শাহজাহন কবীর ভূঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন, আসাদ উল্লাহসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদায় অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, প্রধান শিক্ষক এ.কে.এম. ফখরুল আলম দীর্ঘ ৩৪ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষকতা করেছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষার পরিবেশে আমূল পরিবর্তন আসে এবং বিদ্যালয়ের পাশের হার শতভাগে উন্নীত হয়। একজন জ্ঞানের আলো বিতরণকারী শিক্ষকের বিদায় জানাতে গিয়ে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.