× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদক, অবৈধ যান চলাচল ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভালুকা প্রশাসন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

১৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৩ পিএম

ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসা, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র অটো, সিএনজি ও অন্যান্য যানবাহন পার্কিং করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সড়ক বা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, পেশিশক্তি প্রদর্শন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লিখিত অপরাধসমূহ দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অপরাধীদের আইনভঙ্গ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে এক বার্তায় ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত টহল ও কঠোর নজরদারির মাধ্যমে ভালুকায় অপরাধপ্রবণতা কমবে এবং জনসাধারণ নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.