× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পায়রা সেতুর টোল প্লাজায় ৫ডোল জাটকা জব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

১৮ জানুয়ারি ২০২৬, ১৪:১২ পিএম

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় পাঁচ ডোল (৫মন) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা-ঢাকা রুটের মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে জাটকার চালান বহনের সময় এ অভিযান চালানো হয়। তবে নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা করেনি কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, জাটকাবাহী বাসটি আটক করে তাতে থাকা জাটকা ইলিশের বস্তাগুলো অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, জাটকা আটকের বিষয়টি তিনি শুনেছেন এবং কোস্ট গার্ড তাকে ফোনে অবহিত করেছে। তবে নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা না করে কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নেওয়ার বিষয়টি তার বোধগম্য নয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত জাটকা ইলিশ রাতেই জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.