রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারীর নাম মোছা রিয়া, সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বারপাড়া ইন্দারগাতী এলাকার মোক্তার আলী হাওলাদার ও হাসিনা বেগমের মেয়ে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে তার বর্তমান ঠিকানা রয়েছে ঢাকা জেলার দক্ষিণ খান উপজেলার দক্ষিণ আজমপুর গ্রাম। নিশ্চিত করেছেন পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে খোলাহাটির রাস্তার পাশে একটি প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশের পরিচয় সনাক্ত করতে তথ্য প্রযুক্তির সাহায্যে সিআইডির একটি দল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সনাক্ত করতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত তার পরিবারের খোঁজ খবর পাওয়া যায়নি। খোঁজখবর চালাচ্ছে পুলিশ।
নিহত নারীর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ বা ধারালো অস্ত্র দিয়ে মুখ ও পায়ে আঘাত করা হয়েছে। হত্যার পর লাশ প্লাস্টিকের বস্তাবন্দী করে ফেলে রাখা হয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি, রাতে সব তথ্য দিব।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।