আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে নাটোরের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।
টিম লিডার ই.কার্টের নেতৃত্বে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল প্রথমে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের সাথে বৈঠক করেন।পরে তারা জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।আলোচনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেননি প্রতিনিধিরা।
তবে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা।তারা দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ সফর উল্লেখ করে প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের সাথে বৈঠকের পর বিস্তারিত বলা যাবে বলে জানান ইউরোপীয় পর্যবেক্ষক দল।