মৌলভীবাজারের শেরপুরে অবস্থিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সিলেট বিভাগীয় নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন শেষে সেটি চালু হওয়ার পর বেড়েছে পণ্য সর্বরাহের ব্যাপক গতি। এ ছাড়া পণ্য মজুত ও সংরক্ষণে এতোদিন যে সমস্যা ছিলো সেটিও দূর হয়েছে। ফলে সেখান থেকে প্রতিদিন মৌলভীবাজার সহ সিলেট বিভাগের ৪ জেলায় ৬০ মেট্রিক টন খাদ্য পণ্য নির্ধারিত ডিলারদের মাধ্যমে চলে যাচ্ছে ফ্যামেলী কার্ডধারী সাধারণ মানুষের হাতে।
সরেজমিন ঘুরে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় টিসিবির আগের পুরাতন ভবনের কিছুটা দূরে নতুন করে ২ হাজার মেট্রিক টন খাদ্য পণ্য সংরক্ষণের জন্য দুটি গুদাম নির্মাণ করা হয়। এর একটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৬শত ৫০ মেট্রিক টন, অপরটির ধারণ ক্ষমতা ১ হাজার ৪শত মেট্রিক টন। পাশাপাশি কমপ্লেক্স এরিয়ার অভ্যান্তরে দৈনন্দিন কাজের জন্য রয়েছে বিশাল অফিস ভবন। নতুন কমপ্লেক্স চালু হওয়ার ফলে এখানকার সার্বিক কাজে গতি এসেছে এবং শ্রমিকরাও স্বাচ্ছন্দে কাজ করতে পেরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই কমপ্লেক্স থেকেই প্রতিদিন সিলেট বিভাগের ৪টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ও বিভাগের প্রতিটি উপজেলার প্রত্যন্ত এলাকার ডিলারদের মাধ্যমে ফ্যামেলী কার্ডধারী ব্যক্তি ও ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পণ্য চলে যাচ্ছে সাধারণ মানুষের কাছে।
টিসিবির সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০২২ সাল থেকে পুরো বিভাগে টিসিবির ফ্যামেলী কার্ডধারী উপকারভোগী রয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ৫শত ১৯ জন। এর মধ্যে বর্তমানে অধিকাংশ ইউনিয়ন ও পৌরসভায় জনপ্রতিনিধি না থাকার কারণে পুরো বিভাগে প্রতিমাসে ১লাখ ২৮ হাজার উপকারভোগী টিসিবি পণ্য সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এতো বিশাল সংখ্যক মানুষ বঞ্চিতের বিষয়টি নিয়ে যদি প্রত্যেক উপজেলার নির্বাহী (ইউএনও) কর্মকর্তারা উদ্যেগ নিতেন তাহলে এই কোটা পূরণ হতো বলে দাবী টিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
টিসিবি সিলেট বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. সোহেল রানা বলেন, নবনির্মিত দুটি খাদ্য গুদাম চালু হওয়ায় পর্যাপ্ত পরিমাণে টিসিবি পণ্য মজুদ ও সংরক্ষণ করা যাচ্ছে। এতে সামগ্রীকভাবে পণ্য সর্বরাহের কাজে গতি এসেছে। শ্রমিকরাও বিরামহীন কাজ করে যাচ্ছে। তিনি জানান, আসন্ন পবিত্র রমজানে টিসিবি পণ্য সর্বরাহেরর জন্য ইতিমধ্যে আমাদের বিভাগীয় খাদ্য গুদামে খেজুর, ছোলা, তেল, চিনি,ডাল সহ পর্যাপ্ত পরিমাণ খাদ্যপণ্য সংরক্ষণ ও মজুদ রয়েছে। কোন ঘাটতি নেই। রমজানে পণ্য সর্বরাহে আমাদের ভাল প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ‘‘টিসিবির আপদকালীন মজুদ ক্ষমতা বৃদ্ধির লক্ষে চট্রগ্রাম, রংপুর ও সিলেট আঞ্চলিক কার্যালয়ের গুদাম নির্মাণ‘‘ শীর্ষক প্রকল্পের অধিনে সিলেট (মৌলভীবাজার) আঞ্চলিক কার্যালয়ে মোট ১১,১০০ বর্গফুটের প্রায় ২ হাজার খাদ্যপণ্য ধারণ ক্ষমতার ২টি খাদ্য গুদাম নির্মাণ করা হয়। ২০২০ সালে নিজস্ব জমির উপর নতুন কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২৩ সালে। আর চালু হয় ২০২৪ সালের দিকে। তবে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলেও ২৪ এর জুলাই গলভ্যুত্থান পরবর্তী টালমাটাল পরিস্থিতির কারণে এটি আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শুরু হয় এর কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
