× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ১৫:০০ পিএম

সাভারের আশুলিয়ায় শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। 


রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে নবীনগর ও ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।


বিক্ষোভ মিছিলটি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে গণস্বাস্থ্য হাসপাতালের সামনের ইউটার্ন ঘুরে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। বাংলার জমিনে হাদি ভাই হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা হলে সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”


বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি? আজাদি-আজাদি’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। 


কর্মসূচিতে অতিথি হিসেবে সংহতি প্রকাশ করেন, ‘জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্স’ এর ঢাকা জেলার আহ্বায়ক মোহাম্মদ তামিম, জুলাই যোদ্ধা তানজিল। সহ বর্তমান শিক্ষার্থী সিমা, রাইয়ান, ইমরান, সাকিব, রুবাইয়া ও অন্যান্য সকল শাখার শিক্ষার্থী।এছাড়াও মির্জা গোলাম হাফিজ কলেজের সাবেক শিক্ষার্থী মো. সজিব হোসেন, শফিকুল ইসলাম, মিরাজ মাহমুদ সহ অনেকেই


সমাবেশ শেষে শিক্ষার্থীরা অতিদ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.