রাঙামাটি-২৯৯ আসনের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা লংগদুতে ভোটারদের রায় এখন স্পষ্টভাবে দীপেন দেওয়ানের পক্ষে অবস্থান নিয়েছে। পাহাড়, নদী আর দুর্গম গ্রামঘেরা এই জনপদে নীরব কিন্তু দৃঢ় জনসমর্থনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের দিকনির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা।
লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন মাইনীমুখ,বগাচতর,গুলশাখালী,কালাপাকুজ্জা,ভাসান্যাদম,আটারকছড়া, লংগদু সদরসহ দুর্গম পাহাড়ি গ্রামগুলো ঘুরে দেখা গেছে, এখানকার মানুষের জীবনে প্রতিদিনের সংগ্রাম এখনো উন্নয়নের প্রতিশ্রুতিকে ছাপিয়ে বাস্তব সংকটে বন্দি। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, বর্ষা মৌসুমে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়া, সীমিত স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এবং কর্মসংস্থানের সংকট লংগদুর মানুষের দীর্ঘদিনের অভিযোগ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলা এবং বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় দীপেন দেওয়ানের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সহাবস্থানের রাজনীতি, উন্নয়নের ন্যায্য বণ্টন এবং বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থার কথা তার প্রচারণায় গুরুত্ব পাওয়ায় সাধারণ ভোটাররা তাকে ইতিবাচকভাবে দেখছেন।
হাট বাজার, চা স্টল ও গ্রাম্য আড্ডায় এখন আলোচনার মূল বিষয় লংগদুর ভবিষ্যৎ। অনেক ভোটারই বলছেন, অতীতে প্রতিশ্রুতি থাকলেও বাস্তব উন্নয়ন হয়নি,এবার তারা এমন নেতৃত্ব চান, যিনি সংসদে লংগদুর কথা স্পষ্টভাবে তুলে ধরবেন। এই প্রত্যাশার জায়গায় দীপেন দেওয়ান এগিয়ে আছেন বলে স্থানীয় রাজনৈতিক কর্মী ও সচেতন মহলের অভিমত।
প্রবীন রাজনীতি বিদ দের মতে, রাংগামাটি-২৯৯ আসনের নির্বাচনী ফলাফলে লংগদু উপজেলার ভূমিকা ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। এই উপজেলায় যে প্রার্থী এগিয়ে থাকেন, সাধারণত পুরো আসনের ফলাফল তার দিকেই ঝুঁকে পড়ে। বর্তমান পরিস্থিতিতে লংগদুতে দীপেন দেওয়ানের প্রতি জনসমর্থনের প্রবণতা তার বিজয়কে অনেকটাই নিশ্চিত করে তুলেছে।
এবিষয়ে লংগদু উপজেলা দীপেন দেওয়ানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন,লংগদু উপজেলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা প্রতিদিন মাঠে কাজ করতে গিয়ে পাচ্ছি। উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের রাজনীতির প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, সেটাই এই নির্বাচনে জনরায়ের প্রধান ভিত্তি। আমরা বিশ্বাস করি, জনগণের এই সমর্থনের ধারাবাহিকতায় দীপেন দেওয়ান বিপুল ভোটে নির্বাচিত হবেন।
সব মিলিয়ে লংগদু উপজেলার জনরায় যেন রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচনী সমীকরণ পরিষ্কার করে দিচ্ছে। মাঠপর্যায়ের বাস্তবতা ও ভোটারদের মনোভাব বিশ্লেষণে এমপি হিসেবে দীপেন দেওয়ানের নির্বাচিত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছেন সংশ্লিষ্টরা