তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া নারী জাতিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে গেছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. মো. জালাল উদ্দীন৷
রবিবার (১৮ জানুয়ারী) কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপার্সন মরহুম খালেদা জিয়ার স্বরণে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন আরো বলেন, 'দেশনেত্রী মরহুম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য যে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল৷ দেশ ছাড়ার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশের মানুষকে পরিবার উল্লেখ করে আপোষহীন থেকেছেন। তার ছোট ছেলেকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলা দেওয়া হয়েছে৷ তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে৷ এতোকিছুর পরেও তিনি দেশের মানুষের জন্য লড়াই করে গেছেন।
তিনি আরো বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের অগ্রগতির জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন৷ বিএনপি ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি তৈরি, ফ্যামেলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিন মন্দিরের পুরোহিতের জন্য ভাতা চালু করা হবে৷ '
দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, শফিকুর রহমান বাদল, মোঃ শহিদুল্লাহ, আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ন সম্পাদক শামসুল হক চান মিয়া,উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাঃ সম্পাদক কামুরুল ইসলাম বাবলু, নারী নেত্রী জাহানারা এমদাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে মরহুম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়৷