× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থানার কাছেই মৃত্যুপুরী খ্যাত সাভার পৌর কমিউনিটি সেন্টারে জোড়া লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও এক শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানা থেকে মাত্র ৩০০-৪০০ গজ দূরত্বের এই স্থানটি এখন স্থানীয়দের কাছে এক ‘মৃত্যুপুরী’ হিসেবে পরিচিতি পেয়েছে। এ নিয়ে গত চার মাসে একই স্থান থেকে মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হলো।


শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে পরিত্যক্ত ওই ভবনের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ায় ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত কোনো চক্রের কাজ।


স্থানীয় সুত্রে জানা যায়, গত তিন মাসে এই একই স্থানে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে একই জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে হত্যাকাণ্ডের ধরন প্রায় একই। 


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। একই স্থানে বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.