× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি- ড. নজরুল ইসলাম

কাসরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয়সহ সভাপতি স্থপতি ড. নজরুল ইসলাম বলেছেন, প্রায় ২ কোটি মানুষের জীবন গাঁথা তিস্তা পাড়ের জনগাষ্ঠির। সেই তিস্তা পাড়ের মানুষের উন্নয়নে শুধু আশার বাণী নয়, আমরা চাই কাজের বাস্তবায়ন। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি।


শনিবার (১৭ জানুয়ারী) সকালে নগরীর জেলা চেম্বার মিলনায়তনে বাপা রংপুর জেলা আয়োজিত সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার তিস্তা পাড়ের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছে।

ইতিমধ্যে তিস্তা নদী পরিদর্শন, স্থানীয় জনগোষ্ঠির সাথে মতবিনিময়সহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠন তিস্তা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হওয়ার আশা কছি আমরা। 



বাপা রংপুর জেলা আহ্বায়ক এ্যাড. শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক (বেন) সহ সভাপতি ড. মোঃ খালেকুজ্জামান, বাপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। সভা সঞ্চালনা করেন বাপা জেলা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু।


 এর আগে বাপা নেতৃবৃন্দ তিস্তা নদী পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.