× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নীলফামারীর কিশোরগঞ্জে একযোগে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিতাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লাল মিয়া (৪৫)। তিনি পানিয়ালপুকুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 
এছাড়া অপহরণ মামলার পলাতক আসামি নিতাই কুড়ানীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম মিয়া এবং মাদক সেবনের অভিযোগে উত্তর দুরাকুটি মাস্টারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২), আবুজার রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও রফিকুল ইসলামের ছেলে মাহাবুব ইসলাম (২৭) গ্রেফতার হন।

থানা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা লাল মিয়া দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শ্মশ্মান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে অপহরণ মামলার পলাতক আসামি সেলিম মিয়াকে নিজ বাড়ি এলাকা থেকে আটক করা হয়। এছাড়া গভীর রাতে উত্তর দুরাকুটি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে ৬ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী মামলার, একজন অপহরণ মামলার এবং অপর তিনজন মাদক মামলার আসামি। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.