মাসুদুর রহমান ,জামালপুর
স্থানীয়রা জানান , ১ মাস আগে হঠাৎ এই বৃদ্ধা এ এলাকায় আসে । বয়স্ক দেখে এলাকার লোকজন খাবার ও পড়নের কাপড় দিয়ে আসছে ।
৭০ বছরের কাছাকাছি এই বৃদ্ধার সাথে দীর্ঘক্ষণ কথা বললে তিনি জানান , তার পরিবারে স্বামী সন্তান কেউ নেই । তারা সবাই মারা গেছে । তার ভাগিনা মোফাজ্জল হোসেন । তার বাড়ী ফরিদপুর । বর্তমানে ঢাকায় থাকেন ।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান , ভদ্র মহিলার সন্ধান পাওয়ার থেকেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সব সময় যোগাযোগ রাখছি । তার কিছু খাবার ও ঔষধ সরবরাহ করছি । তাকে বুঝিয়েই আমরা চাচ্ছি তার ঠিকানায় পৌছে দেওয়ার জন্য । তার কাছ থেকে যে তথ্য গুলো আমরা সংগ্রহ করে সেগুলো আমরা থানায় জানিয়েছি । আমি সকলের কাছে সহযোগিতা চাচ্ছি । এই ভদ্র মহিলাকে আমরা তার পরিবারের কাছে দিতে পারি। আর যদি পরিচয় না পাই তাহলে আমরা সরকারীভাবে আশ্রয়ণ কেন্দ্রে প্রেরণের জন্য সরকারী ভাবে ব্যবস্থা করা হবে।