চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাত থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হচ্ছেন, সভাপতি সোহেল রুশদী।
জাঁকজমকপূর্ণ ও উৎসবুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর প্রেস ক্লাবের (২০২৬ সালের) কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংবাদিক সমাবেশ।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো. রবিউল হাসান। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো.শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামাতের আমির এড. মো. শাহজাহান খান,জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলনগীর হোসেন বাহার, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.একেএম মাহবুবুর রহমান, ঢাকাসহ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন মেহেদী, ড্যাফোডিল ইউনিভার্সিটির উর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবাগত কমিটির সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, চাঁদপুর জেলা আদালতের এপিপি শামসুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন, চাঁদপুর টেলিভিশন সংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এড. চৌধুরী ইয়াসিন ইকরাম।
উপজেলা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক নেমান হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
