জবাবদিহিতামূলক প্রশাসন,স্বাধীন বিচারব্যবস্থা ও কার্যকর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আরও বলেন, “জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শাসকগোষ্ঠী যেন কারও তোয়াক্কা না করে— এমন পরিস্থিতির পরিবর্তন আনতেই প্রয়োজন কাঠামোগত সংস্কার। স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে চীনের বিশেষজ্ঞ দল সেগুলো যাচাই-বাছাই করছে।
তিনি আরও বলেন, “আজ রাতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক রয়েছে এবং আগামীকাল তাকে সঙ্গে নিয়ে তিস্তা এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।”
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
