মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে রশ্মি পলি ফাইবার নামক ফ্যাক্টরিতে হঠাৎ বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আছাদুর ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা যায়। আহতরা হলেন,তামিম আহম্মেদ ও হাকিম। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেক্টরিতে কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে সাথে সাথেই এক শ্রমিকের মৃত্যু হয়। আহত তিন শ্রমিককে সহকর্মীরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ দুর্ঘটনার পরপরই ফেক্টরি সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের পর থেকে ফেক্টরির আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় শ্রমিকরা দুর্ঘটনার জন্য কতৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, গত কিছুদিন আগেও দুর্ঘটনায় ওই ফেক্টরির এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
এলাকা বাসী বলেন, এ রকম দুর্ঘটনা কিছু দিন পর পরে ঘটে। ফ্যাক্টরির আশপাশে অনেক বাড়ি ঘর থাকায় আমরা আতঙ্কের মধ্যে আছি। এ বিষয়ে রশ্মি পলি ফাইভার ফেক্টরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কারখানায় যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি ।