× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলের শাহবাদে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নড়াইলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার  ( ১৮ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার ৫ নং শাহাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহাবাদ মাদ্রাসা মাঠে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।


৫ নং শাহাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারেজ শিকদারের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়ালের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো: নবীর হোসেন, সাবেক সম্পাদক এনামুল হক চন্দন, নড়াইল সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব নিয়াজ আহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান, শ্রমিক নেতা সোহেল রানা মুকুটসহ প্রমূখ।

আলোচনাসভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আপনারা কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ভোট দিবেন না ; আপনারা ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। দেশের উন্নয়ন ও অগ্রগতির মার্কা ধানের শীষ মার্কা। আগামীর বাংলাদেশ গড়তে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের বিকল্প নেই। 

সভাশেষে হাফেজ মাহফুজ জামান খানের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এরপর তিনি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের শরসপুর সার্বজনীন শিবমন্দিররের মহা নামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে নড়াইল ২ আসনের উন্নয়নে সুযোগ দিবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.