ছবি: সংবাদ সারাবেলা
ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর নির্বাচন অংশগ্রহনের ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে অভিযোগ করেছে জামায়াত ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা করেছে, এবং ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে বাস্তবতা ষড়যন্ত্র ও পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে চরফ্যাশন ফরাজি মার্কেট আল বারাকা হজ্ব অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিন এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশ একটি মৌলিক পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা জনগণের। সেই লক্ষ্য সামনে রেখে ইসলামী শক্তির ঐক্যের জন্য ১ বক্স নীতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে অতি রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মানসিকতার কারণে সেই উদ্যোগ ভেস্তে গেছে।
প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিন আরও বলেন, সর্বশেষ ১ বক্স নীতিতে জামায়াত আসন সমঝোতার ক্ষেত্রে একতরফা শর্ত চাপিয়ে ইসলামী আন্দোলনসহ অন্যান্য শরিক দলকে সমমর্যাদার অংশীদার হিসেবে না দেখে অধস্তন হিসেবে বিবেচনা করেছে। এর ফলে ঐক্যের পরিবেশ নষ্ট হয়েছে এবং বিশ্বাসের সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একাধিক অপপ্রচার চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে, কৃত্রিম ও অগ্রহণযোগ্য জরিপের মাধ্যমে দলটিকে দুর্বল দেখানো। ইসলামী আন্দোলন জিততে পারে না এমন ন্যারেটিভ ছড়িয়ে কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা। এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী হিসেবে উপস্থাপন করে ইসলামী আন্দোলনের আসনভিত্তিক যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করা। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
প্রফেসর কামাল উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছে। এরপরও আমাদের অপ্রাসঙ্গিক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, যা নিছক রাজনৈতিক মতপার্থক্য নয়; বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু সম্মানহীন, অসম ও একতরফা শর্তের রাজনীতি আমরা মেনে নিতে পারি না। ইসলামী রাজনীতি কারও একক মালিকানার বিষয় নয়।
সংবাদ সম্মেলনের শেষাংশে প্রফেসর কামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা–৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে ভোলা জেলা ইসলামী আন্দোলনের জেলা দক্ষিণের উপদেষ্টা হাজি আলাউদ্দিন, জেলা সভাপতি মুফতি নুর উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা সহসভাপতি মাওলানা ইউসুফ সহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
