ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ‘সার্বিক পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশাল অভিমুখী সার্বিক পরিবহনের দ্রুতগামী বাসটি ঘটকচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসনের প্রতিনিধি দল। স্থানীয়দের সহায়তায় বর্তমানে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং উদ্ধার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করে যাবেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।