× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর :

১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে। ফেসবুকে ভোট চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, শাহাদাত হোসেন সেলিম সমাবেশ করে নিজের পক্ষে ভোট চেয়েছেন এবং সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে তার এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৩ ও বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না—সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম জানান, তিনি একটি পুরনো ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করবেন বলে জানান।

এদিকে, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিচারক বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, শাহাদাত হোসেন সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশটি দ্রুত পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.