চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিসেম্বর মাসে অপরাধ দমন, মামলা তদন্ত ও বিশেষ কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ছাড়াও তিন জন পিআরএল গমনকারী পুলিশ সদস্যকে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সভায় পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, উপজেলা নির্বাচন অফিস, নির্বাচনী সরঞ্জামসহ বিধি মোতাবেক প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করনের পাশাপাশি নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।
এছাড়াও সভায় পুলিশ সুপার সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশের দায়িত্বশীল ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।
কল্যাণ সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মো. সেলিম।
এসময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।