বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আকুল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
দণ্ডিত আকুল আহমদ বারহালি গ্রামের নুর উদ্দিনের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষয়, উর্বরতা হ্রাস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।
সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।