মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কৃষকদের সঙ্গে কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপকারভোগী কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জানুয়ারি) জুড়ী উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল।
মতবিনিময় সভায় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকরা নিয়মিত কৃষি উপকরণ, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসলের সংযোজনে বাংলাদেশের কৃষি আজ এক নতুন ধাপে উন্নীত হয়েছে। তিনি বলেন, বর্তমানে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বাণিজ্যিক ও যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।
তিনি আরও বলেন, একসময় কাঠের লাঙল ও গরু দিয়ে হালচাষ করা হতো, যা এখন ইতিহাস। শুষ্ক মৌসুমে সেচ পানির সংকট ও বর্ষায় বন্যা এ অঞ্চলের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা মোকাবেলায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মহাপরিচালক জানান, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র, প্রয়োজনীয় উপকরণ ও সময়োপযোগী পরামর্শ প্রদান করা হচ্ছে। এর ফলে যেখানে আগে কেবল ধান ও পান চাষ সীমাবদ্ধ ছিল, সেখানে এখন বিভিন্ন লাভজনক ফসল চাষে কৃষকরা যুক্ত হচ্ছেন।
তিনি বলেন, কৃষি অফিস ও কৃষকদের মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে পারলে এ অঞ্চলের কৃষি আরও এগিয়ে যাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে মহাপরিচালক জুড়ীতে উৎপাদিত একটি বড়ই বাগান পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; মোঃ রকিব উদ্দিন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প; মোঃ জহিরুল হক, অতিরিক্ত উপপরিচালক, মহাপরিচালকের দপ্তর, ডিএই, ঢাকা; ড. হুমায়ুন কবির, সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ), ফ্রিপ; এবং মোঃ ফরহাদ মিয়া, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, মৌলভীবাজার।
এছাড়া অনুষ্ঠানে মাহমুদুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা, জুড়ীসহ উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
